ইসরায়েলি হামলায় অন্তত ৫৩ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক | 15th September, 2025 10:19 am
ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় প্রাণ গেছে অন্তত ৫৩ ফিলিস্তিনির। গাজা দখল নিতে তীব্র আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
রোববার উপত্যকাজুড়ে প্রাণ হারায় ৪০ এরও অধিক। দক্ষিণ গাজার খান ইউনূসে আইডিএফের হামলায় নিহত হয় তিন জন, আহত হয় বেশ কয়েকজন। শহরটির শেখ রেদওয়ান এলাকায় হামলা চালানো হয় বেসামরিক গাড়িতে। এতে প্রাণ যায় এক ফিলিস্তিনির।
ইসরায়েলি বাহিনী তেল- আল হাওয়া এলাকার আশ্রয়কেন্দ্রে হামলায় ৭ জন ফিলিস্তিনির প্রাণ যায় । সেখানে ইসরাইয়েলি বন্দীরাও ছিল বলে জানায় গাজার পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজার আল শিফা হাসপাতাসহ আরও বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় আইডিএফ।
ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, দখলদার বাহিনী স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শহর ও আবাসিক ভবন, তাঁবু এবং আন্তর্জাতিক মানবিক সংস্থার দফতরে হামলা চালাচ্ছে।