ইসরায়েলের সঙ্গে জড়িত ৬ ‘সন্ত্রাসী’কে হত্যা করার দাবি ইরানেরআন্তর্জাতিক | 24th August, 2025 11:15 amইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল শনিবার (২৩ আগস্ট) জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে চালানো এক অভিযানে ছয় জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানি বাহিনী। বলা হয়েছে, তারা ছিল ইরানের চিরশত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ সদস্য।সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ‘বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ছয় হামলাকারী নিহত হয়েছে এবং আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।’প্রতিবেদনটিতে অভিযানটি কোথায় বা কখন হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি।পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান অঞ্চলটি বহুদিন ধরেই মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কেন্দ্রস্থল।আইআরএনএ জানিয়েছে, অভিযানে টার্গেট করা গোষ্ঠীটি ইহুদি মতবাদে বিশ্বাসী এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ‘নথি’ পাওয়া গেছে এবং এই গোষ্ঠীটি ইরানের পূর্বাঞ্চলে একটি ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনার ওপর হামলার পরিকল্পনা করছিল।প্রতিবেদন অনুসারে, ‘মূল অপারেশন টিমটি’ ছিল সাতজন বিদেশি সন্ত্রাসী নিয়ে গঠিত, তবে তাদের জাতীয়তা উল্লেখ করা হয়নি। এই গোলাগুলিতে দুই গোয়েন্দা কর্মকর্তা ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইআরএনএ।
