কর্ণফুলীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, পাশের কক্ষে ঝুলন্ত অবস্থায় স্বামী

0


‎সারাদেশ | 3rd September, 2025 1:21 am


‎চট্টগ্রামের কর্ণফুলীর একটি বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির আরেক কক্ষ থেকে গুরুতর আহত স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।


‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ডের হাজি আর্বান আলী সড়কে এ ঘটনা ঘটে।


‎নিহত গৃহবধূর নাম রেশমা আক্তার (১৯)। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার মো. ইউসুফের মেয়ে। আহত স্বামী মো. ইব্রাহীম (২০)। তাদের সংসারে আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ইব্রাহীমের বাড়ি সিলেটে।


‎নিহতের পরিবারের সদস্যরা জানান, নিজেদের পছন্দে বছরখানেক আগে রেশমা ও ইব্রাহীমের বিয়ে হয়। এরপর তারা আলাদা বসবাস করছিলেন। গত ২০ আগস্ট তারা বেড়াতে আসেন কর্ণফুলী উপজেলায় রেশমার ফুফু পেয়ারি বেগমের বাসায়। তাদের একটি কক্ষে থাকতে দেয়া হয়।


‎পেয়ারি বেগম ও তার স্বামী দুজনেই চাকরিজীবী। আজ সন্ধ্যায় চাকরি থেকে ফিরে এসে দরজা বন্ধ পান পেয়ারি ও তার স্বামী। পরে এক কক্ষে রেশমার গলাকাটা মরদেহ এবং আরেক কক্ষে টিনের আড়ায় ঝুলন্ত অবস্থায় ইব্রাহীমকে দেখতে পান তারা।


‎খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ গিয়ে রেশমার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ইব্রাহীমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *