গণঅভ্যুত্থানের শহীদ-আহত পরিবারের জন্য বিএনপির বিশেষ আয়োজন

0

জাতীয় | 1st July, 2025 1:07 pm

‎জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ অনুষ্ঠান শুরু হবে।

‎বিগত ১৬ বছরের আন্দোলনে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যোগ দেবেন অনুষ্ঠানে।

‎সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *