গাজায় লাইভ সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স সাংবাদিক

0


‎আন্তর্জাতিক | 27th August, 2025 8:19 am


‎ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরি স্থানীয় সময় সোমবার (২৬ আগস্ট) গাজার নাসের হাসপাতালের সামনে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।


‎তিনি যুদ্ধে বেসামরিক মানুষের দুর্ভোগের খবর প্রচার করছিলেন, অথচ নিজেই একটি তাঁবুতে বসবাস করতেন এবং পরিবারের জন্য খাবার জোগাড়ে সংগ্রাম করছিলেন।



‎নিহত রয়টার্স সাংবাদিক হুসাম আল-মাসরি ব্যবহৃত ক্যামেরা। ছবি: রয়টার্স।

‎৪৯ বছর বয়সী মাসরি একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান ছিলেন। ভয়াবহ পরিস্থিতিতেও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সাহসী কাজের ধারা তাকে গাজার সাংবাদিকদের ঘনিষ্ঠ মহলে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিল বলে জানায় হুসামের সহকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *