গুলশানের ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার: সালাহউদ্দিন আহমদ

0


‎জাতীয় | 14th August, 2025 1:50 pm


‎গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


‎আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


‎সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানকাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার। যদি এই ঘটনার তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। এই বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত।


‎আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে।


‎প্রসঙ্গত, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য বুধবার (১৩ আগস্ট) রাতে ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। যেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন তিনি।


‎এ প্রসঙ্গে আজ জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে জানে আলম অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, অপুর দেয়া স্বীকারোক্তিমূলক বক্তব্য জোরপূর্বক আদায় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

রাজধানীতে মাছ ও সবজির যোগান কমছে, বাড়ছে দাম‎‎অর্থনীতি | 15th August, 2025 12:56 pm‎‎রাজধানীতে মাছ ও সবজির যোগান কমছে। এ জন্য দামও বেশ চড়া বলে দাবি করছেন বিক্রেতারা। বৃষ্টি ও প্লাবনের প্রভাব পড়েছে সবজির যোগানে। লীন সিজন হওয়ায় সরবরাহ কমে আসছে।‎‎বিক্রেতাদের দাবি, বছরের এই সময়ে সবচেয়ে বেশি মাছের যোগান থাকে। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। নদ-নদী কিংবা সাগরে মাছের আহরণ কমেছে। তাই বাজারে যোগান কম। আর সে কারণেই দাম কমছে না।‎‎চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া চারশো টাকা কেজির নিচে কোন মাছ নেই। আর নদ-নদীর সুস্বাদু মাছের স্বাদ নিতে চাইলে গুণতে হবে ৬শ’ থেকে হাজার টাকা।‎‎তবে, ইলিশের যোগান কিছুটা বেড়েছে। ছোট ও মাঝারি আকারের দাম সামান্য কমলেও এখনও মধ্যবিত্তের নাগালের মধ্যে আসেনি। ৮শ’ থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশ কিনতে হলে গুনতে হবে ১৮শ’ থেকে ২ হাজার টাকা।‎‎সবজির বাজার ঘুরে দেখা গেছে, আরও এক দফা দাম বেড়েছে কাঁচামরিচ, বেগুন, করলাসহ বেশ কিছু সবজির। আরও এক দফা দাম বেড়েছে কাঁচামরিচ, বেগুন ও করল্লাসহ বেশ কিছু সবজির। ৭০ থেকে ৮০ টাকা কেজির নিচে ভাল মানের কোনও সবজি পাওয়া যাচ্ছে না।‎‎মানভেদে এক কেজি বেগুনের জন্য গুণতে হবে থেকে ১২০ টাকা। করলা, শসাও কিনতে হবে একশো টাকায়। প্রতিকেজি কাঁচামরিচের দর হাঁকা হচ্ছে ২৪০ টাকা।‎‎পেয়াজের বাজারেও নেই স্বস্তি। সরবরাহের ঘাটতি নেই। তবুও বাড়ছে পেঁয়াজের দাম। এক কেজির জন্য গুণতে হবে ৮০ থেকে ৮৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *