জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না: নাহিদ

0

সারাদেশ | 13th July, 2025 3:20 pm


‎জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


‎রোববার (১৩ জুলাই) পিরোজপুর শহরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ করেন।


‎নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে এনসিপি। শহর-গ্রাম ঘুরে সাধারণ মানুষের কথা শুনছি।

‎ফেরার পথে মুষলধারে বৃষ্টির মধ্যে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। পরে ঝালকাঠির উদ্দেশে রওনা দেন নেতাকর্মীরা। সেখানে এনসিপির পদযাত্রা কর্মসূচি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *