টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

0


‎সারাদেশ | 7th August, 2025 11:10 am


‎স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

‎টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

‎বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ধনবাড়ি উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন— জামালপুরের চরপালিশা গ্রামের জিন্নত আলীর ছেলে আল আমীন,আমিনুলের ছেলে স্বপন মিয়া ও হাসিল মনিকাবাড়ি এলাকার মৃত নূর ইসলামের ছেলে জুয়েল (পিকআপ চালক)। এছাড়াও এসময় আহত হয় ময়মনসিংহ জেলার সদরের পান্ডাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সানি মিয়া।

‎ধনবাড়ী থানার উপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিকআপ ভ্যানটি জামালপুরের দিকে আর মোটরসাইকেল ঘাটাইল ক্যান্টনমেন্ট মাঠে যাচ্ছিল।

‎তিনি আরও বলেন, সানীর সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা ছিল। তার এলাকার ভাই হিসেবে আলামিন ও স্বপন নিয়ে যাচ্ছিল। কিন্তু সেই যাওয়া আর হলো না। বিলাসপুর বটতলা এলাকায় পেট্রোল পাম্পের সামনে গাড়ি দুটির দ্রুত গতির কারনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের আলামিন ও স্বপন নিহত হন, আহত হয় পরিক্ষার্থী সানী। অপরদিকে পিকআপ ভ্যান চালক জুয়েলও ঘটনাস্থলেই নিহত হন।


‎তিনি আরও জানান, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যরা এসেছে। আইনী পক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে। পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *