নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ সদস্যসহ নিহত ৫

0


‎আন্তর্জাতিক | 29th July, 2025 10:40 am


‎যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের। নিহত দিদারুল ইসলামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।


‎নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে দায়িত্বরত ছিলেন ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। সোমবার (২৯ জুলাই) পরপর দু’টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে। তিনি সাড়ে ৩ বছর ধরে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

‎পুলিশ কমিশনার জেসিকা টিস্ক একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘ দিদারুল ইসলাম একজন নায়ক হিসেবেই মারা গেছেন।’

‎জেসিকা আরও বলেন, দিদারুলের ছোট দুটি ছেলে সন্তান রয়েছে এবং তার স্ত্রী এখন তাদের তৃতীয় সন্তানের অন্তঃসত্ত্বা।’

‎নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের।


‎পুলিশ বন্দুকধারীক শেন তামুরা হিসেবে শনাক্ত করেছে, যিনি লাস ভেগাসের একজন বাসিন্দা। হামলার পর তিনি আত্মহত্যা করেছে।


‎টিস্ক বলেন, তার ‘মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ডকুমেন্টেড ইতিহাস’ ছিল, তবে হামলার উদ্দেশ্য এখনও অজানা। আমরা বুঝতে চেষ্টা করছি কেন সে এই নির্দিষ্ট স্থানটিকে লক্ষ্যবস্তু করেছিল।’

‎এদিকে শহরের মেয়র এরিক অ্যাডামস বলেন, এ ঘটনায় আরেকজন পুরুষ গুরুতরভাবে আহত হয়েছেন এবং তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *