পুলিশি হেফাজতে লতিফ সিদ্দিকী, অবরুদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

0


‎জাতীয় | 28th August, 2025 1:16 pm


‎আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ। সেইসাথে, দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রেখেছে উত্তেজিত জনতা।


‎আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ থেকে তাকে হেফাজতে নেয়া হয়।


‎এর আগে, ডিআরইউতে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সেখানে যান তিনি। পরে আব্দুল লতিফ সিদ্দিকীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরুদ্ধ করে সাধারণ জনগণ।


‎এ সময়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে লতিফ সিদ্দিকীকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাকে আটক করা হয়েছে কি না সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *