প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটির

জাতীয় | 13th August, 2025 10:17 am
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি।
আজ বুধবার (১৩ আগস্ট) সকালে কেবাংসান ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এ ডিগ্রি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যুব নেতৃত্বে গণঅভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছে সরকার। যাতে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়।
তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। এ সময়, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকার মূল লক্ষ্য বলে জানান প্রধান উপদেষ্টা।