মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

0


‎জাতীয় | 21st July, 2025 11:18 pm


‎রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোকে যোগ দেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।


‎সোমবার (২১ জুলাই) সংস্থাটির বাংলাদেশ মিশন এক বার্তায় এ তথ্য জানায়।


‎তাতে বলা হয়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

‎এতে আরও বলা হয়, জাতিসংঘ নিহতদের পরিবার এবং পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। আগামীকাল মঙ্গলবার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে জাতিসংঘের বাংলাদেশ মিশন যোগ দেবে। তাছাড়া, এই মর্মান্তিক জরুরি পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *