মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক-মেহনতি মানুষের পক্ষের রাজনীতিবিদ: নাহিদ

0


‎জাতীয় | 29th July, 2025 10:37 am


‎স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

‎শ্রমিক-মেহনতি মানুষের রাজনীতিবিদ ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও মাওলানা ভাসানী লড়াই করেছিলেন।

‎সোমবার (২৮ জুলাই) রাতে টাঙ্গাইলের শহরের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

‎নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্ব নিয়েই ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই—একটি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে চাই।


‎তিনি আরও বলেন, এনসিপির যে দর্শন ও চিন্তা, তার মধ্যেই মাওলানা ভাসানী রয়েছেন। আমরা তাঁকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নেতা হিসেবে দেখি।


‎এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *