জেষ্ঠ্যতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার বিষয়ে একমত দলগুলো

0

জাতীয় | 13th July, 2025 6:22 pm


‎আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে জনরায়ের ভিত্তিতে পরবর্তীতে প্রথম দুইজনের মধ্যে একজনকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।


‎রোববার (১৩ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনে বৈঠক করে দলগুলো।


‎বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয়েছে দলগুলো। এছাড়া, জরুরি অবস্থা ঘোষণার বিষয়েও দলগুলো সম্মত হয়েছে কমিশনের বৈঠকে।

‎জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, জরুরি অবস্থা জারির সময় জীবনের অধিকার ও মৌলিক অধিকার হরণ করা যাবে না। এ ছাড়াও ৩১ জুলাইয়ের মধ্যে “জুলাই সনদ” বিষয়ে যৌক্তিক সমাধানে পৌঁছাতে চায় কমিশন।

‎অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জরুরি অবস্থা নিয়ে বেশ কিছু সিদ্ধান্তে একমতে আসা গেছে। ‘হেড অব স্টেট’ হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় রাষ্ট্রপতিকে কোথাও না কোথাও রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি।


‎তবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতিকে না রাখার পক্ষে মত হয়েছে। তবে রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কোনো ভূমিকায় রাখার পক্ষে মত এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *