ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাঁধা কুকুর’ আখ্যা খামেনির

0

আন্তর্জাতিক | 17th July, 2025 11:10 pm


‎ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাধা কুকুর’ আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার (১৬ জুলাই এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

‎যেকোনও নতুন হামলা মোকাবেলায় ইরান প্রস্তুত জানিয়ে খামেনি বলেন, ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতে দেয়া জবাবের চেয়েও তেহরানের বেশি সক্ষমতা রয়েছে। ইরান কখনওই শত্রুর সামনে দুর্বল নয়। কারণ সামরিকসহ প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা রয়েছে তেহরানের।

‎তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার বাঁধা কুকুরের ইহুদি সাম্রাজ্যকে মুখোমুখি মোকাবেলায় আমরা প্রস্তুত। একটি জাতি, একটি দেশ ও একটি সামরিক বাহিনীর এই আত্মবিশ্বাস রয়েছে। আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‎ইহুদি রাজ্যটি একটি ক্যান্সার এবং আমেরিকা তার অপরাধের সহযোগী বলেও মন্তব্য করেন তিনি। খামেনি বলেন, আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং সংঘাত চাইও না। তবে শত্রুপক্ষ আঘাত করলে জবাব বিধ্বংসী হবে। সে বিষয়ে যেন সবাই অবগত থাকে।


‎কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার প্রশংসাও করেন তিনি। বলেন, আমেরিকার স্পর্শকাতর স্থানে অভিযান তেহরানের সক্ষমতার একটি নমুনা মাত্র।


‎এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তির জন্য চাপ দিচ্ছেন ইরানকে। তবে শর্তে রাজি না হলে কোনো চুক্তি নয় বলে অনড় অবস্থানে তেহরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *