চাঁদাবাজদের কাছে দেশ বর্গা দেয়া হবে না: নাহিদ

0


‎সারাদেশ | 18th July, 2025 9:41 pm


‎সারাদেশ ডেস্ক:

‎নতুন করে কোনও চাঁদাবাজদের কাছে দেশ আর বর্গা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

‎শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন।

‎নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের কথা বলেছিলাম, সেই লড়াই এখনও শেষ হয়নি।


‎এর আগে, মুন্সীগঞ্জে পথসভায় হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না বলেও হুঁশিয়ার করেছেন এনসিপি আহ্বায়ক। জানান, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে।


‎এদিকে, নারায়ণগঞ্জে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের পর দলটিকে ক্ষমা করে দেয়ার কোনও অবকাশ নেই।

‎শনিবার কক্সবাজার ও বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির পথসভার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *