শেওড়াপাড়া থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

0


‎জাতীয় | 14th August, 2025 12:58 pm


‎রাজধানীর শেওড়াপাড়ার শামীম স্মরণীর একটি বহুতল ভবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে তার স্বামী তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পরিবার।


‎নিহতের নাম সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া। তার স্বামীর নাম সিফাত আলি।


‎কেয়ার বাবা-মা জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে মেয়ের জামাই সিফাত তাদের ফোন দেন। তখন সে জানায়, তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনার পর সিফাত এবং তার বন্ধু ও বাসার কাজের ছেলে মনির পলাতক রয়েছেন।


‎নিহতের পরিবারের অভিযোগ, সিফাত বদমেজাজি ছিল সামান্য কিছু হলেই সে তার স্ত্রীর গায়ে হাত তুলতেন।


‎এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি। বর্তমানে কেয়ার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *