আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা ইসরায়েলের

0


‎আন্তর্জাতিক | 28th August, 2025 2:16 pm


‎আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২৮ আগস্ট) রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিসওয়া এলাকায় চালানো হয় এ হামলা। এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


‎একটি প্রাক্তন সেনা ব্যারাকে এ আক্রমণ চালানো হয়েছে বলে দাবি সিরীয় সেনাবাহিনী ও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার। এতে ব্যবহার করা হয় চারটি হেলিকপ্টার।


‎আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনেক ইসরায়েলি সেনা সরাসরি ঘটনাস্থলে অবতরণ করে। তাদের সাথে ছিল নানা অনুসন্ধানী সরঞ্জাম। ২ ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান করে তারা। তবে এ হামলার ব্যাপারে এখনো কোনও মন্তব্য করেনি আইডিএফ। এর আগে, গত মঙ্গলবার একই এলাকায় হামলায় প্রাণ হারান ৬ সিরীয় সেনা।


‎বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করে।


‎উল্লেখ্য, কিসওয়ার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সৈন্য নিহত হওয়ার একদিন পর, অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল-শারার সরকার ইসরায়েলের অঞ্চলটিতে নিয়ন্ত্রণ সম্প্রসারণ চেষ্টার অভিযোগ করে। আর এরপরই এই অভিযান পরিচালনা করে ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *