পুলিশি হেফাজতে লতিফ সিদ্দিকী, অবরুদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

জাতীয় | 28th August, 2025 1:16 pm
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ। সেইসাথে, দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রেখেছে উত্তেজিত জনতা।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ থেকে তাকে হেফাজতে নেয়া হয়।
এর আগে, ডিআরইউতে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সেখানে যান তিনি। পরে আব্দুল লতিফ সিদ্দিকীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরুদ্ধ করে সাধারণ জনগণ।
এ সময়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে লতিফ সিদ্দিকীকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাকে আটক করা হয়েছে কি না সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।