ঢাকার দোহারে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা


সারাদেশ | 2nd July, 2025 12:10 pm
ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) ভোরে বাড়ির পাশে নদীর ধারে হাটতে গিয়ে হামলার শিকার হন তিনি।
স্থানীয়রা জানায়, ভোরে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাটতে যান ওই বিএনপি নেতা। এসময় তিন যুবক মটরসাইকেলে এসে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।
শব্দ শুনে স্থানীয়রা গিয়ে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসক জানায়, তার মাথা, ঘাড় ও শরীরে মোট ৪টি গুলির চিহ্ন মিলেছে।
কারা ও কেন তাকে হত্যা করল, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। তবে স্থানীয় এক বিএনপি নেতা জানান, কিছুদিন ধরে নয়াবাড়িতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব চলছিলো। এর জেরে হত্যাকাণ্ড হতে পারে। পুলিশের প্রতি বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। দোষীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।