জাপানের ওপর ৩৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের


আন্তর্জাতিক | 2nd July, 2025 1:10 pm
যদি আগামী সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে বাণিজ্য চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি গত এপ্রিলে আরোপিত ২৪ শতাংশ শুল্কের চেয়েও বেশি হবে।
গত ২ এপ্রিল, ট্রাম্প জাপানসহ বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছিলেন, যাতে তারা ৯০ দিনের মধ্যে ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যেতে পারে। এই সময়সীমা ৯ জুলাই শেষ হচ্ছে এবং ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি এটিকে আর বাড়াবেন না।
জাপানের সাথে চুক্তির সম্ভাবনা নিয়েও ট্রাম্প সন্দেহ প্রকাশ করেছেন। মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা জাপানের সাথে আলোচনা করছি, কিন্তু আমি নিশ্চিত নই যে চুক্তি হবে। আমার সন্দেহ আছে।’
ট্রাম্পের এই হুমকির বিষয়ে জাপান সরাসরি কোনো মন্তব্য করতে চায়নি। ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আওকি বুধবার বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আমরা জানি, তবে মার্কিন কর্মকর্তাদের প্রতিটি মন্তব্যের জবাব দেই না।’
বর্তমানে জাপানের বেশিরভাগ রফতানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর বাইরে, জাপানি গাড়ি ও যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক রয়েছে।
এর আগে, জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি স্পষ্ট করে দিয়েছিলেন যে ওয়াশিংটনের সাথে কোনো চুক্তি করতে গিয়ে জাপান এমন কোনো শর্ত মানবে না, যা দেশটির কৃষকদের ক্ষতির মুখে ফেলে।
আগামী ৯ জুলাইয়ের মধ্যে যদি কোনো সমঝোতা না হয়, তাহলে জাপানের রফতানিকারকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের ফলে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।