রাজধানীতে মাছ ও সবজির যোগান কমছে, বাড়ছে দামঅর্থনীতি | 15th August, 2025 12:56 pmরাজধানীতে মাছ ও সবজির যোগান কমছে। এ জন্য দামও বেশ চড়া বলে দাবি করছেন বিক্রেতারা। বৃষ্টি ও প্লাবনের প্রভাব পড়েছে সবজির যোগানে। লীন সিজন হওয়ায় সরবরাহ কমে আসছে।বিক্রেতাদের দাবি, বছরের এই সময়ে সবচেয়ে বেশি মাছের যোগান থাকে। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। নদ-নদী কিংবা সাগরে মাছের আহরণ কমেছে। তাই বাজারে যোগান কম। আর সে কারণেই দাম কমছে না।চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া চারশো টাকা কেজির নিচে কোন মাছ নেই। আর নদ-নদীর সুস্বাদু মাছের স্বাদ নিতে চাইলে গুণতে হবে ৬শ’ থেকে হাজার টাকা।তবে, ইলিশের যোগান কিছুটা বেড়েছে। ছোট ও মাঝারি আকারের দাম সামান্য কমলেও এখনও মধ্যবিত্তের নাগালের মধ্যে আসেনি। ৮শ’ থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশ কিনতে হলে গুনতে হবে ১৮শ’ থেকে ২ হাজার টাকা।সবজির বাজার ঘুরে দেখা গেছে, আরও এক দফা দাম বেড়েছে কাঁচামরিচ, বেগুন, করলাসহ বেশ কিছু সবজির। আরও এক দফা দাম বেড়েছে কাঁচামরিচ, বেগুন ও করল্লাসহ বেশ কিছু সবজির। ৭০ থেকে ৮০ টাকা কেজির নিচে ভাল মানের কোনও সবজি পাওয়া যাচ্ছে না।মানভেদে এক কেজি বেগুনের জন্য গুণতে হবে থেকে ১২০ টাকা। করলা, শসাও কিনতে হবে একশো টাকায়। প্রতিকেজি কাঁচামরিচের দর হাঁকা হচ্ছে ২৪০ টাকা।পেয়াজের বাজারেও নেই স্বস্তি। সরবরাহের ঘাটতি নেই। তবুও বাড়ছে পেঁয়াজের দাম। এক কেজির জন্য গুণতে হবে ৮০ থেকে ৮৫ টাকা।
